বাধ্যতামূলক নয় নেট রিচার্জ, নতুন নিয়মে করতে পারবেন শুধু কলিং-মেসেজ
Net recharge is not regular, in the new rules you will get only calling-messages

Truth Of Bengal: এবার শুধু কল আর এসএমএস-এর জন্যও করতে পারবেন রিচার্জ। ইন্টারনেট প্যাক যে কিনতেই হবে, তার কোনও মানে নেই। যাঁরে তেমন একটা নেট ব্যবহার চরেন না, তাঁদের সুবিধার্থেই এই প্যাকের কথা ঘোষণা করেছে TRAI টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। পাশাপাশি স্পেশাল রিচার্জ কুপনের ভ্যালিডিটি ৯০ দিন থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করা হল।
রিচার্জ প্ল্যানে এই পরিবর্তনে অনেকেই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। প্রায় ১৫০ মিলিয়নের কাছাকাছি ২ জি ইউজার, প্রান্তিক এলাকার মানুষজন সহ বয়স্ক মানুষদের সাহায্য হবে এক ফলে। যেই কাজের জন্য প্রয়োজন, ঠিক সেই কাজের জন্য পরিষেবা মিলবে, তার জন্য বাড়তি নেটের টাকা ভরতে হবে না।
TRAI-এর মতে, টেলিকম অপারেটরদের তথ্য থেকে জানা গেছে যে ভারতে প্রায় ১৫০ মিলিয়ন গ্রাহক এখনও ফিচার ফোন ব্যবহার করে। তাদের নেটের প্রয়োজন পড়ে না। তবে, রিচার্জ করাতে গেলেই বাধ্য হয়ে নেটের টাকাও তাদের দিতে হয়।
উল্লেখ্য, প্রবীণ নাগরিক, প্রান্তিক এলাকার মানুষ ছাড়াও যাদের বাড়িতে ওয়াইফাই রয়েছে, তাদেরও ফোনে ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। সেই গ্রাহকদের জন্যই এই প্ল্যান আা হল।