খেলা

লা লিগায় সেভিয়াকে হারিয়ে দুইয়ে উঠে এল রিয়াল

Real came second after defeating Sevilla in La Liga

Truth Of Bengal: লা লিগার পয়েন্ট টেবিলে সাপ-লুডোর খেলা অব্যাহত রইল। গত একদিন আগে অ্যাটলেটিকোর কাছে হেরে এক নম্বর থেকে দুই নম্বরে নেমে গিয়েছিল রবার্ট লেওয়ানডস্কিদের বার্সেলোনা। কিন্তু তাও বেশিক্ষণ ধরে রাখতে পারল না কাতালানরা। রবিবার নিজেদের ঘরের মাঠে রিয়াল সেভিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে ফের বার্সাকে সরিয়ে দুই নম্বরে উঠে এল কার্লো আনসেলত্তির রিয়াল মাদ্রিদ।

তাঁর সেরার দিনে তিনি যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা ফের একবার প্রমাণ করে দিলেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ম্যাচের বয়স তখন সবেমাত্র ১০ মিনিট হয়েছে। দূরন্ত গোল করে রিয়ালের হয়ে স্কোরশিটে নাম তুললেন এমবাপে। রদ্রিগোর পাস থেকে এই গোল করেন তিনি। এই গোলের সঙ্গে সঙ্গে মাদ্রিদের ক্লাবটির হয়ে নিজের ১৪তম গোল পূর্ণ করে ফেললেন ফরাসি স্ট্রাইকার।

এমবাপের গোলের ১০ মিনিট যেতে না যেতেই ফের দ্বিতীয় গোল পেয়ে যায় রিয়াল। এবার তাদের হয়ে গোল করেন ভালভার্দে। ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর দূরন্ত শট সেভিয়ার গোলরক্ষককে দাঁড় করিয়ে জালে জড়িয়ে যায়। ৩৪ মিনিটে ফের ব্যবধান বাড়ায় আনসেলত্তির দল। এমবাপের পাস থেকে এবার জাল কাঁপালেন রড্রিগো।

ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান কমায় সেভিয়া। তাদের হয়ে স্কোরশিটে নাম তোলেন ঈশাক রোমেরো।

এরপর বিরতি থেকে ফিরে এসে ব্রাহিম দিয়াজের গোলে আবার ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। কিন্তু নির্ধারিত সময়ের ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে ফের সেভিয়ার হয়ে ব্যবধান কমান ডোডি। কিন্তু তারপর আর কোনওপক্ষই কোনও গোল করতে পারেনি।

Related Articles