আলিগড়ে খাদে পড়ল স্কুল বাস! জখম খুদে পড়ুয়ারা
School bus fell into ditch in Aligarh! Injured students

Truth Of Bengal: আলিগড়ে ঘটে গেল বাস দুর্ঘটনা। শিশুদের স্কুলে নিয়ে যাওয়ার সময় একটি বাস খাদে উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ার ফলে বেশ কিছু খুদে পড়ুয়া আহত হয়েছে। অনেকেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে। কিছু শিশুর হাত-পা ভেঙে গিয়েছে। গ্রামবাসী ও পুলিশ শিশুদের উদ্ধার করে বাস থেকে বের করে হাসপাতালে পাঠিয়েছে।
জানা গিয়েছে, কৃষ্ণা পাবলিক স্কুলের বাসটি উদয়পুর, নাগালালা, কাঠিরা আলমপুর, পারৌলি গোলরা থেকে প্রায় ৩৫ জন খুদে পড়ুয়াকে স্কুলে নিয়ে আসছিল। বাসটি বাঘিয়ারের কাছে পৌঁছতেই ভারসাম্য হারিয়ে ফেলে ও খাদে পড়ে যায়। চিৎকার শুনে আশপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। গ্রামবাসী শিশুদের বাস থেকে বের করার কাজে হাত লাগায়। গ্রামবাসীরা জানান, বাসটি সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। দুই-চার জন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। গ্রামবাসী আহত শিশুদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
কিছু শিশুর অভিভাবক স্কুলে পৌঁছে প্রিন্সিপাল শৈলেন্দ্র যাদবকে তাঁদের সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। প্রিন্সিপালকে বেশ নার্ভাস দেখাচ্ছিল বলে জানা গিয়েছে। এ নিয়ে বিদ্যালয়ে তোলপাড় সৃষ্টি করেন শিশুদের অভিভাবকেরা। পরে জানা যায়, স্কুলটির ম্যানেজার গাড়িতে করে কয়েকজন শিশুকে বাড়িতে নিতে গিয়েছেন।
নাগলালালার বাসিন্দা রাজকুমারের ছেলে বিষ্ণু ও শৌর্য গুরুতর জখম হয়। শৌর্যের মাথায় ১২টি সেলাই এবং পায়ে অভ্যন্তরীণ আঘাত রয়েছে। তিনি তার ছেলেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। বলা হচ্ছে, শুধুমাত্র একটি স্কুল বাস শিশুদের পরিবহনের জন্য দু’টি ট্রিপ করে। এ কারণে চালকের তাড়া থাকে। আর তার ফলেই দুর্ঘটনা।