চাকরি

কলকাতা বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

Calcutta University Recruitment for Junior Research Fellow, How to Apply? Know the details

Truth Of Bengal: মৌ বসু: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ তৈরি হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। বায়োটেকনোলজি বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। একটা শূন্যপদ।

১৯ ডিসেম্বর ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী মাসে ফেলোশিপ বাবদ ভাতা মিলবে। বিশদ তথ্যের জন্য নজর রাখতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট “www.caluniv.ac.in” এর দিকে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে বায়ো টেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা জীববিজ্ঞানের যে কোনো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় পাশ করতে হবে। নেট (সিএসআইআর, ডিবিটি, ইউজিসি, ক্যাটাগরি ৩: পিএইচডি ডিগ্রি থাকতে হবে)/ গেট পরীক্ষায় পাশ করতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। ১৯ ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগে ও ডক্টর বি সি গুহ সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সকাল ১১টা থেকে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। ঠিকানা: ৩৫, বালিগঞ্জ সার্কুলার রোড, বালিগঞ্জ, কলকাতা, পশ্চিমবঙ্গ-৭০০০১৯। ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি আনতে হবে।

Related Articles