সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ
South Indian actress Keerthy Suresh tied the knot with Satpaka

Truth Of Bengal: দক্ষিণী ইন্ড্রাস্ট্রিতে এখন শুধুই বিয়ের মরশুম। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। এবার সেই তালিকায় নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কীর্তি। বৃহস্পতিবার গোয়ায় বসেছিল কীর্তি-অ্যান্টনির বিয়ের আসর। কীর্তি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন।
View this post on Instagram
নব দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তার অনুরাগীরা। দক্ষিণী রীতিনীতি মেনেই বিয়ে সারলেন কীর্তি-অ্যান্টনি। বিয়ের পোশাকেও দাক্ষিণাত্যের ছোঁয়া। বিয়ের ছবিতে কখনো নব দম্পতি ক্যামেরাবন্দি হয়েছেন এক গাল হাসি নিয়ে আবার কখনো আবেগপ্রবণ হতে দেখা গিয়েছেন কীর্তিকে। সূত্রের খবর, অ্যান্টনির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন কীর্তি।
অল্পবয়সেই একে অপরকে মন দিয়ে ফেলেন। কিন্তু প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে সম্প্রতি সমাজমাধ্যমে ঘোষণা করেন কীর্তি। তবে অ্যান্টনি চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি কেরলের একজন হোটেল ব্যবসায়ী। কীর্তির বিয়েতে তার পরিবারের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা। উপস্থিত হয়েছিলেন সুপারষ্টার থলপতি বিজয়। সবমিলিয়ে দীর্ঘদিনের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে সেরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন কীর্তি।