রাজ্যের খবর

হাইড্রেন‌ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ? চাঞ্চল্য শিলিগুড়ির ঝঙ্কারমোড়ে

Body hanging from hydrant recovered? Sensation in Siliguri

Truth Of Bengal: শিলিগুড়ির ঝঙ্কারমোড়ে হাইড্রেন‌ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। তিনি শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লি এলাকাতে থাকতেন, পেশায় একজন টোটো চালক ছিলেন।

জানা গিয়েছে, এদিন প্রথমে স্থানীয়রা হাইড্রেনের উপর রাখা মেশিনের লোহার পাইপের মধ্যে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই দেখি তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু খুঁজে পাননি। এরপরে এদিন উদ্ধার হয় ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে।

Related Articles