রেললাইনে হাতি, চালকের তৎপরতায় বাঁচলো প্রাণ
Lakhs worth of ganja seized, criminal gang caught in police net

Truth Of Bengal: আবারো রেললাইনের ওপর চলে আসলো হাতি। চালকদ্বয়ের তৎপরতায় রক্ষা পেল এই বন্যপ্রাণ। ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইনের পাশ দিয়ে যাওয়া হাতিকে জরুরীকালীন ব্রেক কষে রক্ষা করল মহানন্দা এক্সপ্রেসের চালক পি.এন. টোপ্পো ও সহকারী চালক শুভজিৎ শীল। ডুয়ার্সের ক্যারন ও বানারহাট স্টেশনের মাঝে ৮৭/৩ নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিট নাগাদ।
রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিল একটি হাতি। এরপর ট্রেনের হেডলাইটের আলোয় দেখা যায় হাতিটি রেললাইন পারাপার করছে। রেললাইনের পাশ দিয়ে যখন হাতিটি যাচ্ছিল তখন হাতিটিকে দেখতে পেয়ে আপৎকালীন ব্রেক করেন ওই দুই চালক। এই কারণে ওই যাত্রীবাহী ট্রেনটি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর হাতিটি রেল লাইন থেকে নেমে জঙ্গলের পথ ধরলে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে এদিন কোনোরকম দুর্ঘটনা না ঘটায় খুশি পরিবেশপ্রেমীরা।
উল্লেখ্য, ডুয়ার্সের একাধিক জঙ্গলের মধ্যে দিয়ে রয়েছে রেললাইন ও রাস্তা। আর মাঝেমধ্যে সেই রাস্তা ও রেললাইনের ওপর বন্যপ্রাণী চলে আসে। একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। তেমনি একাধিকবার চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষাও পেয়েছে বন্যপ্রাণীরা।