রাশিয়ায় রাজনাথ, পুতিনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
Rajnath in Russia, likely to meet Putin

Truth Of Bengal: রাশিয়া সফরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেখা করতে পারেন পুতিনের সঙ্গে। এদিকে, সম্প্রতি সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। এই আবহে প্রতিরক্ষামন্ত্রীর রাশিয়া সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই সফরে রাজনাথ সিং রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভের সঙ্গে দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করতে পারেন রাজনাথ সিং। এই সফরের শেষে রাশিয়া ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেবে যুদ্ধজাহাজ আইএনএস তুশিল।
এই যুদ্ধজাহাজে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দুই প্রতিরক্ষামন্ত্রী সামরিক প্রযুক্তির বিষয়টি নিয়ে কথা বলবেন। সেখানে সামরিক সহযোগিতার গোটা বিষয়টি নিয়ে দুই প্রতিরক্ষামন্ত্রীর কথা হবে। রাশিয়ার থেকে আরও দুটি এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম পাবে ভারত। এই এয়ার ডিফেন্স সিস্টেমও উন্নত মানের।
উল্লেখ্য, আইএনএস তুশিল যুদ্ধজাহাজটির ওজন ৩৯০০ টন। এটি ১২৫ মিটার দীর্ঘ। এটি রাশিয়ান এবং ভারতীয় অত্যাধুনিক প্রযুক্তি এবং যুদ্ধজাহাজ নির্মাণের একটি দুর্দান্ত মিশ্রণ। এটি তালওয়ার শ্রেণির স্টিলথ ফ্রিগেটের অংশ এবং এটি রাশিয়ার যন্ত্র শিপইয়ার্ডে নির্মিত। এই জাহাজটি সর্বোচ্চ ঘণ্টায় ৫৯ কিমি বেগে চলতে পারে। ১৮ জন অফিসার এবং ১৮০ জন সেনা এই যুদ্ধজাহাজে মোতায়েন করা যাবে। ৩০ দিন টানা সমুদ্রে থাকতে পারবেন তারা।