রাজ্যের খবর

সাত সকালে নদীয়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩

Road accident in Nadia at 7 am, 3 killed

Truth Of Bengal: সোমবার সাত সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে থেকে মৃতদেহ গুলি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ।

সূত্রের খবর, ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়েছিল একটি পণ্যবাহী লরি, তখনই একটি ছোট হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লরিটিকে। যার জেরেই ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারান ছোট হাতি গাড়িতে থাকা তিন জন। এখনও পর্যন্ত ওই তিন মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related Articles