দেশ

মুম্বইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা! নিহত ৭, আহত অন্তত ৪০

Tragic road accident in Mumbai! 7 dead, at least 40 injured

Truth Of Bengal: মুম্বইয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার রাত ৯.৫০-এ কুরলা ওয়েস্টে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০-৪০ টি গাড়িতে ধাক্কা মারে। যার জেরে প্রাণ হারিয়েছেন ৭ জন, আহত হয়েছেন অন্তত ৪০ জন পথচারী। প্রাথমিক ভাবে বাসের ব্রেক ফেল হওয়ার ঘটনায় সামনে আসছে। জানা গিয়েছে, নিয়ন্ত্রনহীন ওই বাসটি বৃহান্মুম্বই ইলেক্ট্রিক সাপ্লাইয় বোর্ডের।

বাসটি আন্ধেরি থেকে কুরলার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ-ই সামনে থাকা সারি সারি গাড়িতে ধাক্কা মারতে থাকে বাসটি। এভাবে প্রায় ২০০ মিটার সামনে এগিয়ে যায়। এর পর ফুটপাথে উঠে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ পথচারীর। পরে হাসপাতালে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হয়। এদিকে আহত অন্য পথচারিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসারত রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মুম্বইয়ের ডেপুটি কমিশনার বলেন, “কুরলার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে একটি বাস। ইতিমধ্যেই বাস চালককে আটক করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বাসটি।”

এদিকে ব্রেক ফেল হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে দাবি করেন শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডে।

Related Articles