প্রযুক্তি

৩টি ৫০এমপি ক্যামেরা! ভারতের বাজার দাপাচ্ছে iQOO 13 স্মার্টফোন

iQOO 13 smartphone is hitting the Indian market

Truth Of Bengal: মৌ বসু : ভারতের বাজারে আসল নয়া মডেলের স্মার্টফোন iQOO 13। নয়া ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ৩টি ৫০এমপি রেয়ার ক্যামেরা রয়েছে পেছনে।
১২জিবি র্যাম আর ২৫৬ স্টোরেজ বিশিষ্ট iQOO 13 স্মার্টফোনের বেস মডেলের দাম ৫৪,৯৯৯ টাকা। ১৬ জিবি র্যাম ও ৫১২ স্টোরেজ বিশিষ্ট টপ মডেলের দাম ৫৯,৯৯৯ টাকা। লেজেন্ড আর নার্ডো গ্রে রঙে পাওয়া যাবে নতুন স্মার্টফোন। ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন ও iQOO অনলাইন স্টোর থেকে স্মার্টফোন কেনা যাবে। এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ৩ হাজার টাকা ছাড় মিলবে। পুরনো ভিভো বা iQOO ফোন এক্সচেঞ্জ করলে আরও ৫ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন।

iQOO 13 হল ভারতের বাজারে লঞ্চ হওয়া দ্বিতীয় স্মার্টফোন যা চলবে কোয়ালকমের ৩এনএম অক্টাকোর প্রসেসর ও স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপের সাহায্যে। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে এই নয়া মডেলের স্মার্টফোন। ৪টি অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপডেট আর ৫ বছরের সিক্যুরিটি আপডেট মিলবে।

উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সনি সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS ও EIS এর সুবিধা মিলবে), ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা স্যামসং জেএন১ সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আলাদা সনি সেন্সরযুক্ত থাকবে। সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
iQOO 13 স্মার্টফোনে থাকবে ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই ৭, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস, ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-সি পোর্ট। এছাড়া থাকবে অ্যাকসেলেরোমিটার, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কমপাস, গাইরোস্কোপ, কালার টেম্পারেচার সেন্সরের সুবিধা। ৬০০০এমএএইচ ব্যাটারির সাহায্যে চলবে এই ফোন। ধুলো ও জল থেকে সুরক্ষা দিতে ফোনে থাকবে আইপি৬৮ আর আইপি৬৯ রেটিংয়ের সুবিধা।

Related Articles