খেলা

বিরাটরা পাকিস্তানে খেলতে মরিয়া, জানালেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

Virat is desperate to play in Pakistan, says Rawalpindi Express

Truth Of Bengal: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত বনাম পাকিস্তানের দ্বৈরথ অব্যাহত। কেননা ভারত আগেই জানিয়ে দিয়েছিল যে পাকিস্তানে গিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না। বরঞ্চ হাইব্রিড মডেল অনুসরণ করে ভারতের ম্যাচগুলি দেওয়া হোক। কিন্তু তাতে নারাজ পিসিবি। এই নিয়ে এখনও দুই প্রতিবেশী দেশের লড়াই চলছে।

এরই মধ্যে বুধবার বিরাট কোহলিদের নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন পাক্তন পাক পেসার শোয়েব আখতার। শোয়েব বলেন, বিরাট কোহলিরা পাকিস্তানে এসে খেলার জন্য মরিয়া। কিন্তু ওঁদের কিছু করার নেই। কেননা  ভারত সরকার চায় না বিরাটরা আমাদের দেশে এসে ম্যাচ খেলুক।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিসিসিআই শোয়েবের এমন মন্তব্যে একেবারেই কান দিতে না নারাজ। তারা এক কথায় এই উড়িয়েই দিয়েছেন।

সূত্রের খবর, এদিকে আগামিকাল আইসিসির প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসার কথা রয়েছে জয় শাহের। খুব সম্ভবত সেই বৈঠকের মূল বিষয় হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই দেশের মধ্যে দড়ি টানাটানি। সুতরাং ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন হয়ত আগামিকালই চ্যাম্পিয়ন্স ট্রফি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আইসিসি-র কর্তারা।

Related Articles