ব্র্যান্ডেড জুতো? মেটিরিয়াল আসল না নকল, বলে দেবে এআই!
Branded shoes? AI will tell if the material is original or fake!

Truth Of Bengal: মৌ বসু : আজকাল আসল নকলের ফারাক করা খুব কঠিন। প্রতিদিন ফ্যাশনের দুনিয়ায় বদল আসছে। নিত্য নতুন সফিসটিকেটেড ফ্যাশন আইটেমের আগমন ঘটছে। এই পরিস্থিতিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবার বলে দেবে ব্র্যান্ডেড স্নিকারের মেটিরিয়াল আসল নাকি নকল।
গুগলের প্রাক্তন গবেষক অ্যালেক্স উইল্টস্কচকো নামে এক ব্যক্তি অসমো নামে স্টার্টআপ সংস্থা তৈরি করেছেন। সেই সংস্থা এমনই এক এআই টুল তৈরি করেছে যা দিয়ে নিমেষে বলা যায় স্নিকার জুতো আসল না নকল কোন মেটিরিয়াল দিয়ে তৈরি হয়েছে। অভিনব এআই টুল জুতোর গন্ধও চিনতে সক্ষম।
অত্যাধুনিক এআই প্রযুক্তি আর কম্পিউটারাইজড রেকগনিশন সিস্টেমের সাহায্য আসল বা নকল জুতো যে কোনো জুতো প্রস্তুতকারক সংস্থা বুঝতে পারবে বলে দাবি করা হয়েছে অসমোর তরফে। শুধু জুতোই নয় মানুষের গায়ের গন্ধ শুঁকে অভিনব এআই টুল বলে দেবে সংশ্লিষ্ট ব্যক্তি অসুস্থ কিনা। ২০২২ সালে গুগলে চাকরি করার সময়ই এমন এআই প্লাটফর্ম তৈরি করার কথা মাথায় আসে অ্যালেক্স উইল্টস্কচকোর। এখনো পর্যন্ত ৫ হাজার অ্যারোমেরিক যৌগ দিয়ে এআই ডেটাবেস তৈরি করা হয়েছে। আসল স্নিকার জুতোর গন্ধ আর নকল জুতোর গন্ধ এআই টুল ৯৫% সফলভাবে চিহ্নিত করতে পারে।