বেহাল রাস্তা, চাদরে বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে!
Pregnant woman was taken to the hospital tied up in a sheet on a bad road!

Truth Of Bengal: রাস্তার বেহাল দশা। শেষে চাদরে বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বা মহিলাকে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের দেবরাপল্লীর বদিরাগুভু গ্রামের ঘটনা। শুধু রাস্তা নয়, ওই চাদরে করেই তাঁকে পার করানো হল নদী!
In an incident highlighting the lack of infrastructure, #Tribals in #Bodigaruvu village of #Devarapalli mandal, #Visakhapatnam district, carried a pregnant woman, Sahu Sravani, across a chaotic road and stream using a doli to reach the hospital.
Sravani, who was experiencing… pic.twitter.com/q8oVqKSl84
— Hate Detector 🔍 (@HateDetectors) December 2, 2024
জানা যায়, সাহু শ্রাবণী নামে ওই মাহিলার হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয়। তবে, হাসপাতালে যাওয়ার রাস্তার শোচনীয় অবস্থা। কোনওভাবেই সেই রাস্তা দিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুদিকে দুটো বাঁশের মাঝে চাদর বাঁধা হয়েছে। বেশ কয়েকজন ব্যক্তি মিলে ওই মহিলাকে চাদরে শুইয়ে রাস্তা পার করাচ্ছেন।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অন্ধ্র প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা।