‘আমি চেয়ারপার্সন, আমিই শেষ কথা’! দলের পরিষদীয় বৈঠকে বার্তা মমতার
'I am the Chairperson, I have the final say'! Mamata's message at party council meeting

Truth Of Bengal: দলের বিধায়কদের নিয়ে বিধানসভায় বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নওশাদ আলি কক্ষে দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন তিনি। নব নির্বাচিত ছয় বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলে এই নওশাদ আলি কক্ষেই সব বিধায়কদের নিয়ে বৈঠকে একাধিক বিষয়ে বার্তা দেন দলেরনেত্রী।
বিধায়কদের মমতার সাফ কথা, কোন জল্পনা বা চর্চায় কান দেবেন না। আমি দলের চেয়ারপার্সন। আমিই শেষ কথা। বিভিন্ন বিষয়ে যে নির্দেশ দলের পক্ষ থেকে দেওয়া হবে তা পালন করতে হবে। সারা বছর আন্দোলনমুখী থাকতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের বিপদে-আপদে ছুটে যেতে হবে।
দলে কোন উপদলীয় কোন্দল বরদাস্ত করা হবে না। দলের চেয়ারপার্সন হিসাবে যা নির্দেশ দেওয়া হবে সকলকে সেই মতো চলতে হবে। কয়েকদিন আগেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনস্থিত দলীয় কার্যালয়ে দলের কর্ম সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেও তৃণমূল সুপ্রিমো দলের নেতাকর্মীদের কি করণীয় তা বুঝিয়ে দিয়েছিলেন।
এবার বিধানসভায় দলের বিধায়কদের বুঝিয়ে দিলেন কি করতে হবে আর কি করা যাবে না। দলে যে কোন গোষ্ঠী গুরুত্ব পাবে না তা বুঝিয়ে দিয়েছেন। বিধায়কদের বুঝিয়ে দিয়েছেন দলের শুরু এবং শেষ তার কথাতেই হবে। এদিন দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি বৈঠকে উপস্থিত ছিলেন।