রাজ্যের খবর

ভারত-বাংলাদেশ সীমান্তে হচ্ছেটা কী? উদ্ধার প্রায় কোটি টাকার সোনা!

What is happening at the India-Bangladesh border? Gold worth nearly crores recovered!

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া : বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের বর্ডার ফাঁড়ি নাটনা ৫৬ ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানরা নদীয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে সোনা চোরাচালানের চেষ্টাকে ব্যর্থ করে এবং এক কেজি ১০০ গ্রাম ওজনের ২ টি সোনার বাট বাজেয়াপ্ত করে। যার বাজার মূল্য আনুমানিক ৯০ লক্ষ টাকা।

জানা গেছে, চোরাকারবারিরা যখন বাংলাদেশ থেকে ভারতে সীমান্ত বেড়ার কাছে এসে সোনার বাট দুটি পাচারের চেষ্টা করছিল, তখন বিএসএফ জওয়ানরা খবর পায়, নাটনা ৫৬ ব্যাটালিয়নের সৈন্যরা সীমান্তের বেড়া দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টার জন্য এগিয়ে আসছে। খবর পেয়ে বিএসএফ জওয়ানদের দুটি দল দুটি বাংলাদেশী চোরাকারবারীর গতিবিধি লক্ষ্য করে সীমান্ত বেড়ার দিকে তাড়া করে। কারণ এই দুজন ভারতের ১০০ মিটার ভিতরে প্রবেশ করে। বিএসএফদের তাড়া খেয়ে পালানোর সময় দুটি সোনার বাট ফেলে যেতে বাধ্য হয় তারা। তবে দুই বাংলাদেশী চোরাপাচারকারী বাংলাদেশের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া সোনার বাট নদীয়ার তেহট্ট কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, প্রতিদিন চোরাকারবারীরা যেভাবে কাঁটাতার পেরিয়ে উপদ্রপ করছে, কড়া নজরদারি রয়েছে বি এস এফ জওয়ানদের। সোনা থেকে শুরু করে যে কোন আসবাবপত্র পাচার করতে গেলেই ধরা পড়ছে বিএসএফের হাতে। বিএসএফ সূত্রে খবর, আগামী দিনে নজরদারি আরও বাড়তে চলেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে।

Related Articles