রাজনীতি

বাংলাদেশের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee says the incident in Bangladesh is very unfortunate

Truth of Bengal: বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রথম মুখ খুললেন। স্পষ্ট জানিয়ে দিলেন আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থে তৃণমূল কংগ্রেস দলগতভাবে তা সমর্থন করবে। তিনি এও বলেন বাংলাদেশের বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক নয়। আন্তর্জাতিক বিষয়ে যা বলার কেন্দ্র বলবে। এটা রাজ্যের বিষয় নয় দেশের বিষয়।

বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, সেখানে যা ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। উল্লেখ্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্র নজর রাখছে। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিষয় নিয়ে এমন কোন পরিস্থিতি তৈরি না হোক যাতে করে সম্পর্কে কোন প্রভাব পড়ে।

মনে করে সরকার। উল্লেখ্য গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্টই অগ্নিগর্ভ। বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনার প্রতিবাদে বাংলাদেশে হিন্দুরা পথে নেমেছেন। প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন চলছে গত কয়েকদিন ধরে। তাঁর মুক্তির দাবিতে সোচ্চার বাংলাদেশের হিন্দু সমাজ। অন্যায় ভাবে ওই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এমনিতেই গত কয়েক মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে ক্রমশ জটিল হয়েছে সে দেশের অভ্যন্তরীণ রাজনীতি। অভিযোগ উঠেছে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর ধারাবাহিক অত্যাচার চলছে। সেই অভিযোগে যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সনাতনীদের পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলন পরিচালিত হচ্ছিল সেই সময়ে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়। এই পরিস্থিতির আঁচ যাতে কোনভাবে সীমান্তের এপাড়ে না আসে সতর্ক কেন্দ্রীয় সরকার।

Related Articles