চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল মানার জন্য পিসিবিকে প্রস্তাব আইসিসির
ICC recommends PCB to adopt hybrid model for Champions Trophy

Truth Of Bengal: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা রয়েছে পাকিস্তানে। পড়শী দিশে আয়োজিত সেই টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে না বলেই আগেই ঘোষণা করে দিয়েছিল। এমনকি বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেওয়া হয়। উল্টে বিসিসিআই প্রস্তাব দিয়েছিল হাইব্রিড মডেল মেনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলাগুলি দেওয়া হোক। কিন্তু ভারতের এই প্রস্তাবও প্রত্যাখ্যান করে পিসিবি। এবার পাক ক্রিকেটবোর্ডকে বিসিসিআই-র দেওয়া হাইব্রিড মডেল রাজি করানোর জন্য আসরে নামল আইসিসি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে নাকি হাইব্রিড মডেল মেনে নেওয়ার জন্য, পাক বোর্ডকে লোভনীয় প্রস্তাবও দিতে চলেছে আইসিসি।
প্রসঙ্গত, বর্তমানে পাকিস্তানের আর্থিক অবস্থা যে মোটেই ভাল নয়, তা আর কারোর অজানা নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট করতে গেলে দরকার হয় প্রচুর পরিমাণ অর্থের। কেননা যে সমস্ত স্টেডিয়ামে খেলাগুলি অনুষ্ঠিত হবে, সেই সমস্ত স্টেডিয়ামগুলি নতুন করে সংস্কারের প্রয়োজন আছে। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি লাহোরের একটি স্টেডিয়ামের নামের সত্ত্বও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে এক বে-সরকারি ব্যাঙ্কের কাছে।
আইসিসির সূত্রে খবর, মঙ্গলবার পিসিবির সঙ্গে আইসিসির মিটিংয়ের পরই পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে। তবে একান্ত যদি হাইব্রিড মডেলে পিসিবি মেনে নেয়, তাহলে বেশ কিছু শর্তও তারা রাখতে পারে আইসিসির সামনে। এখন দেখা যাক মঙ্গলবারের মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়, তা অবশ্য সময়ই বলবে।