আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনে ‘সিটি অফ জয়’-এর জয়! গুরু দায়িত্বে স্ট্যানফোর্ডের অধ্যাপক

kolkata born joy bhattacharya to be appointed to lead nih under donald trump administration

Truth Of Bengal: নির্বাচনে জিতে ফিরেছেন মার্কিন কুর্সিতে। জানুয়ারিতে শপথ। তার আগে নিজের প্রসাসন ঢেলে সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর প্রশাসনে নতুন সংযোজন বঙ্গসন্তান জয় ভট্টাচার্য।

আমেরিকার স্বাস্থ্য সংস্থা ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ ’(NIH)-এর ডিরেক্টার পদে বসতে চলেছেন জয় ভট্টাচার্য। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তা জানাবেন খোদ ট্রাম্পই। এর আগে আমেরিকার ‘ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস’ (HHS)-এর শীর্ষ পদে রবার্ট এফ কেনেডিকে নিয়োগ করেছেন রিপাবলিকান নেতা। এই বিভাগের অধীনেই রয়েছে এনআইএইচ (NIH)। চলতি সপ্তাহেই কেনেডির সঙ্গে দেখা করেন জয়।

কে জয় ভট্টাচার্য?

১৯৬৮ সালে কলকাতায় জন্ম জয় ভট্টাচার্যের। ১৯৯৭-তে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল এফ মেডিসিন থেকে এমডি পাস করেন। এরপর ২০০০ সালে অর্থনীতিতে পিএইচডি করেন জয়। বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। পাশাপাশি ন্যাশনাল ব্যুরো অফ ইকনমিক রিসার্চের সঙ্গে যুক্ত জয়।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম শাসনকালে তাঁকে নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন জয়। ২০২০ সালে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে মার্কিন সরকারের কড়া সমালোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই জয়ই এবার ট্রাম্প ২.০ সরকারে স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদে বসতে চলেছেন।

Related Articles