যাদবপুর বিশ্ববিদ্যালয় মাস কমিউনিকেশনের ডিপ্লোমা কোর্স
Jadavpur University Diploma Course in Mass Communication

Truth of Bengal, মৌ বসুঃ বাংলা তথা দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার সুযোগ আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ল অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মাস কমিউনিকেশন বা গণজ্ঞাপন বিষয় ডিপ্লোমা কোর্স পড়ানো হয়।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় স্নাতক।
কীভাবে পড়ুয়া বাছাই করা হবে: প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের বাছাই করা হবে। ৭ ডিসেম্বর দুপুর ২টোয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, বিজ্ঞাপন, জনসংযোগ, প্রিন্ট মিডিয়া-সহ বিভিন্ন সংবাদ মাধ্যম সম্পর্কে মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে।
পড়ার খরচ ২০ হাজার টাকা। এখন ভর্তি চলছে। ২৯ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২০০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতি পড়ুয়া, শারীরিক বিশেষ ভাবে সক্ষম পড়ুয়া আর আর্থিক ভাবে দুর্বল পড়ুয়াদের কোনো আবেদনমূল্য লাগবে না। ১ ডিসেম্বর আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন। বিশদ তথ্যের জন্য নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট ‘https://jadavpuruniversity.in/’ এর দিকে।