“সিপিএম আর বিজেপি মিলে ১৫০ গ্রাম ভোট পেয়েছে”, কেন এমন বললেন দেবাংশু
"CPM and BJP together got 150 gram votes", why did Debangshu say this?

Truth Of Bengal: পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া—এই ছ’টি কেন্দ্রেই শাসক দলের প্রার্থীরা প্রতিপক্ষদের বড় ব্যবধানে পরাজিত করেছেন।
তৃণমূল কংগ্রেসের এই সাফল্য বিজেপি এবং বামেদের জন্য বড় ধাক্কা। দ্বিতীয় স্থানে থাকলেও বিজেপি উল্লেখযোগ্য ভোট ব্যাবধানেই পরাজিত হয়েছে। অন্যদিকে, সিপিআইএম এবং অন্যান্য বাম দলগুলোর ফলাফল অত্যন্ত শোচনীয়।
তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের মন্তব্য বিরোধীদের কড়া কটাক্ষ করেছে। তিনি বলেন, “সিপিএম আর বিজেপি মিলে ১৫০ গ্রাম ভোট পেয়েছে।” এই মন্তব্য ‘আরজি কর কাণ্ড’-এর সময় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়ো তথ্যের প্রতি ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালের এক তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ১৫০ গ্রাম বীর্য পাওয়ার মিথ্যে দাবি ছড়ানো হয়েছিল। সুপ্রিম কোর্ট এই গুজব নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল, “মিথ্যা তথ্য ছড়িয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।”
উপনির্বাচনের ফলাফল:
১. সিতাই: তৃণমূল প্রার্থী সংগীতা রায় ১,৬৫,৯৮৪ ভোট পেয়ে ১,৩০,৬৩৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
২. মাদারিহাট: জয়প্রকাশ টোপ্পো ২৮,১৬৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
৩. মেদিনীপুর: সুজয় হাজরা ৩৩,৯৯৬ ভোটে জয়লাভ করেছেন।
৪. নৈহাটি: সনৎ দে ৪৯,২২৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
৫. হাড়োয়া: শেখ রবিউল ইসলাম ১,৩১,৩৮৮ ভোটের ব্যবধানে বিরোধীদের হারিয়েছেন।
৬. তালড্যাংরা: ফাল্গুনি সিনহা বাবু ৩৪,০৮২ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
এই জয় তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিরোধীদের দুর্বল অবস্থানকে স্পষ্ট করে দিয়েছে।