রাজ্যের খবর

‘কয়লা চুরি করছে কিছু পুলিশ ও সিআইএসএফ, আর দোষ হচ্ছে নেতাদের’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

'Some police are stealing coal and the leaders are to blame', explosive Chief Minister

Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিশের নিচু তলার একাংশ। নিশানায় সরকারি কর্মীদের একাংশ। তারা অপরাধ করছে আর তার দায়ি গিয়ে চাপছে সরকারের ওপর। কয়লা চুরি করছে পুলিশের একাংশ ও সিআইএসএফের একাংশ। আর তার দায় গিয়ে চাপছে তৃণমূল কংগ্রেসের ওপর। এ ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। সীমানা পার হয়ে বাংলার আলু কিভাবে বাইরে চলে যাচ্ছে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

বাংলার আলু বাংলার পিঁয়াজ বাইরে চলে যাচ্ছে। দাম বাড়ছে আলু পেঁয়াজের। এর পিছনে কাদের হাত রয়েছে তা চিহ্নিত করা হবে। রদবদল করা হবে সিআইডিতে। রাজ্যের গোয়েন্দা বিভাগের একাংশের কাজে নিয়ে খুব প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুর্নীতি নিয়ে কাউকে ছাড়া হবে না। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

নবান্নে সাংবাদিক বৈঠক করে করা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দালালরা সমাজকে শেষ করে দিচ্ছে তার ভাগ দিচ্ছে অনেককে। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। বালি পাথর নিয়ে একাধিক অভিযোগ সামনে আসায় এবার কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য।

Related Articles