বড় সাফল্য দার্জিলিং পুলিশের! কন্টেনার খুলতেই যা মিলল..
The buffalo was recovered during search by darjeeling police

Truth Of Bengal: ফের একবার সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ। গোপন সুত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে পরপর দুটি কন্টেনার আটক করে। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। এরপরেই চালকদের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তবে চালকরা কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালকদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম আরমান আলাম (২৯) এমডি আসিফ খান(২৬)।
আরমান বিহারের গয়া জেলা এবং আসিফ বিহারের বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি কন্টেইনার থেকে ২৮ টি ও অপর আরেকটি কন্টেনার থেকে ৩২ টি মোট ৬০ টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হয়েছিল আসামে পাচারের উদ্দেশ্যে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিন ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর থানার পুলিশ। দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গরু-মহিষ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।