রাজ্যের খবর

ময়নাগুড়িতে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

Massive fire breaks out in Maynaguri, five fire engines at the scene

Truth Of Bengal: সোমবার সন্ধ্যা নাগাদ ময়নাগুড়ি দেবীনগর এলাকার একটি পাটের গোডাউনে আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ময়নাগুড়ি থানা এবং দমকলকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি দমকলের দুটি ইঞ্জিন।

পরবর্তীতে আগুনের তীব্রতা দেখে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং মালবাজারের একটি করে ইঞ্জিন। মোট পাঁচটি ইঞ্জিনের দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ সুপার গ্ৰামীণ সমীর আহমেদ, ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ অনেকে।

পাটের গোডাউনে আগুন লাগার ঘটনায় দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলো।  তবে কি কারণে এই আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডের কারণে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান হচ্ছে।

Related Articles