কলকাতা

১০০ দিন পরেও বিচার অধরা, ‘আর কতদিন?’ প্রশ্ন  ডাক্তারদের

Justice still elusive after 100 days, doctors ask, 'How much longer?'

Truth Of Bengal: ‘অবিচারের ১০০ দিন, আর কতদিন বিচারহীন?’ আর জি কর হাসপাতালে তিলোত্তমার মূর্তির সামনে কমলা ও হলুদ ফুল দিয়ে লেখা হয়েছে এমনটাই। ৯ অগাস্ট শহরের অন্যতম বড় সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার ১০০ দিন পূর্ণ হল শনিবার। এদিন আর জি করের চিকিৎসকেরা নির্যাতিতার প্রতীকী মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে চলল কবিতা পাঠ-গান।

এই নারকীয় হত্যার পর প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশেও ছড়িয়ে পড়েছিল প্রতিবাদের আগুন। তিলোত্তমার বিচার চেয়ে বিদেশে পর্যন্ত পথে নেমেছিলেন প্রবাসী বাঙালিরা। প্রথমে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করলেও পরে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে স্বতঃস্ফূর্তভাবে এই তদন্ত নিজেদের আওতায় আনে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় সবার প্রথমে গ্রেফতার করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এরপর দেখা গেল মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আন্দোলন চলেছে অবিরাম। কখনও রাত দখল, কখনও কর্মবিরতি, কখনও অনশন কর্মসূচি, কখনও আবার দ্রোহের কার্নিভাল। বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গিকার নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে শুধুমাত্র চিকিৎসক মহল নয়, বিভিন্ন স্তরের, বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে মিছিলে পা মিলিয়েছেন।

তবে, ১০০ দিন পেরিয়ে গেলেও কেন এখনই বিচার অধরা? এই প্রশ্ন শুধু মেয়েহারা মা-বাবার নয়, এই প্রশ্ন সকলের। বিচার না মেলার প্রতিবাদে রবিবার রাতে ফের পথে নামছেন ডাক্তাররা। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সমাবেশের ডাক দেওয়া হয়। ‘যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছেন, আন্দোলন চলবে’, সাফ জানিয়ে দিলেন ডাক্তাররা।

Related Articles