ম্যাকাউটে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, কীভাবে করবেন আবেদন
Recruitment of Senior Research Fellows at Macoute, how to apply

Truth Of Bengal: মৌ বসু: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এ সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। ১৬ নভেম্বর ওয়াক ইন ইন্টারভিউ হবে। বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে (ঠিকানা: বিএফ-১৪২, সেক্টর-১, সল্টলেক সিটি, কলকাতা-৭০০০৬৪) দুপুর ১২টা থেকে হবে ইন্টারভিউ।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য সিএসই/আইটি/ইসিই/ইই/মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই টেকনোলজি নিয়ে এমটেক/এমই ডিগ্রি থাকতে হবে। অথবা সিএসই/আইটি/ইসিই/ইই/মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই টেকনোলজি নিয়ে বিটেক/বিই ডিগ্রি থাকতে হবে।
কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা পদার্থবিদ্যা বা ইলেকট্রনিকসে এমএসসি ডিগ্রি থাকতে হবে মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে। ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন সাদা কাগজে আবেদনপত্রের সঙ্গে সম্পূর্ণ জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র ও কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি সঙ্গে রাখতে হবে।