রাজ্যের খবর

বছরের শেষে সুখবর, ‘কর্মবন্ধু’দের ভাতা বাড়াল রাজ্য সরকার

the state government has increased the allowance of 'karmabandhu'

Truth Of Bengal: রাজ্য সরকারের অধীনে কর্মরত ‘কর্মবন্ধু’দের জন্য বছরের শেষে এল সুখবর। বৃহস্পতিবার নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কর্মবন্ধু’দের মাসিক ভাতা ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তে খুশির জোয়ার বইছে ‘কর্মবন্ধু’দের মধ্যে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন ভাতা কাঠামো ১লা সেপ্টেম্বর ২০২৪ থেকে কার্যকর হচ্ছে। সেপ্টেম্বর থেকে ভাতা বৃদ্ধির হারে এখনকার মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত টাকা যোগ করা হবে। অর্থাৎ তাঁরা অতিরিক্ত দুই মাসের ভাতাও পাবেন।

২০১৮ সালে প্রথম ‘কর্মবন্ধু’দের মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়া শুরু হয়। ‘কর্মবন্ধু’রা আংশিক সময়ের কাজের ভিত্তিতে বিভিন্ন দপ্তরে সাফাইকর্মী ও নৈশপ্রহরী হিসেবে সহায়তা করেন। এবার ৬ বছর পর এই ভাতা বৃদ্ধি তাঁদের অর্থনৈতিক সুরাহার আভাস দিচ্ছে। ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তে ‘কর্মবন্ধু’রা স্বাভাবিকভাবেই সন্তুষ্ট, তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি হয়েছেন।

Related Articles