সাইবার ক্যাফের মাধ্যমে ট্যাব জালিয়াতি, চোপড়া থেকে গ্রেফতার ২
Tab fraud through cyber cafe, 2 arrested from Chopra

Truth Of Bengal: কলকাতার সরশুনা এলাকার একটি স্কুলের ছাত্রছাত্রীরা অভিযোগ করে, সরকার থেকে ট্যাব কেনার জন্য তাদের অ্যাকাউন্টে বরাদ্দ অর্থ জমা পড়েনি। সেই টাকা অন্যত্র চলে যাওয়ার অভিযোগে পুলিশ তদন্তে নামে এবং উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের নাম কৃষ্ণপদ বর্মণ এবং সরিফুল ইসলাম। পুলিশ জানিয়েছে, একজন কৃষক ও অন্যজন চা শ্রমিক হলেও, তারা সাইবার ক্যাফের মাধ্যমে এই প্রতারণা চালিয়েছে। অভিযোগ উঠেছে, বিভিন্ন সাইবার ক্যাফে ব্যবহার করে অন্যের অ্যাকাউন্ট থেকে সরকারি টাকা সরানোর ঘটনা ঘটানো হয়েছে।
শিক্ষা প্রকল্প ‘তরুণের স্বপ্ন’-এর আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি পড়ুয়াকে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের অভিযোগ পাওয়া গেছে যে তাদের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েনি। কোথাও কোথাও একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়ার ঘটনাও ঘটেছে।
কলকাতা পুলিশ এবং স্থানীয় প্রশাসন এই ঘটনায় তৎপর হয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় সাইবার ক্যাফের সাথে বড়সড় জালিয়াতি চক্র কাজ করছে এবং বিহারের জামতাড়া গ্যাং জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।