দেশ

উদ্ধার জোড়া মৃতদেহ ! আবারও অগ্নিগর্ভ মণিপুর

rescue pair of corpses! Manipur is on fire again

Truth Of Bengal: ফের অশান্ত মণিপুর। গত সোমবারই সিআরপিএফ-কুকি জঙ্গীদের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুরের জিরিবাম জেলা। তার রেশ কাটতে না কাটতেই এবার কুকি জঙ্গিরা হামলা চালায় পশ্চিম ইম্ফল জেলায়। এমনটাই অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন দুজন সাধারণ মানুষ। এখানেই শেষ নয়. খবর, মঙ্গলবার জিরিবামে একটি বাড়ি থেকে দুই প্রৌঢে়র দেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবারও জিরিবাম জেলাজুড়ে চলছে কার্ফু। সোমবার দুপুরে এই জেলাতেই কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ-এর শিবিরে হালমা চালায় কুকি জঙ্গীরা বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে বোরোবেকরা সাব ডিভিশনের জাকুরাদর কারং-এ। সেখানে হঠাৎই সিআরপিএফ-এর ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। সংঘর্ষের শুরুতেই আহত হন দুজন সিআরপিএফ জওয়ান।

এই ঘটনার জেরেই কারফিউ জারি করা হয়েছে গোটা এলাকাজুড়ে। অন্যদিকে, সংঘর্ষে ১১ জনের মৃত্যুতে একাধিক জায়গায় বনধ ঘোষণা করেছে কুকি গোষ্ঠীগুলো।

Related Articles