বিনোদন

প্রেম করছেন খুশি-বেদাঙ্গ, ইঙ্গিত দিলেন নিজেই

Khushi-Vedang is making love, he hinted himself

Truth Of Bengal: বলিউড তারকাদের প্রেম বরাবরই টক অফ দ্যা টাউন। সেই তালিকায় রয়েছেন সারা আলি খান থেকে শুরু করে অন্যান্য পান্ডে, জানভী কাপুর থেকে শুরু করে বলিউডের আরও সেলিব্রেটিরা। সেই তালিকাতেই এবার নাম জুড়ল শ্রীদেবীর ছোট্ট কন্যা খুশি কাপুরের। প্রেম করছেন খুশি কাপুর ও বেদাঙ্গ রায়না। গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে ক্যামেরাবন্দি হতে ও দেখা গিয়েছে বহুবার। সেই থেকেই শুরু জল্পনার। সেই জল্পনাই আর বাড়িয়ে দিলেন খুশি।

সম্প্রতি, বিদেশ গিয়েছিলেন খুশি। ইতিমধ্যে ছুটি কাটিয়ে ফিরেছেন দেশে। ঘোরার সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন খুশি কাপুর। আর তাতেই বেড়েছে জল্পনা। কিভাবে? কারণটা খুশির ব্রেসলেট। আসলে যে ছবি খুশি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তাতেই দেখা যাচ্ছে খুশির ব্রেসলেট আর তাতে স্পষ্ট বেদাঙ্গের নাম। বেদাঙ্গের নাম দেখেই নেটিজেনরা নিশ্চিত হয়েছেন খুশি আর বেদাঙ্গ একে অপরের প্রেমে মশগুল। তবে বলিউডের এই লাভ বার্ডস এখনো নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কাউকে কিছু বলেননি। এখন দেখার কবে নিজেদের সর্ম্পকে সিলমোহর দেন খুশি-বেদাঙ্গ।

Related Articles