দেশ

আবারও বান্ধবগড়ে হাতি মৃত্যু, চিকিতসাধীন অবস্থায় মৃত্যু হল হস্তিশাবকের

Elephant death in Bandhavgarh again, baby elephant dies while undergoing treatment

Truth of Bengal: একের পর এক হাতি মৃত্যুর ঘটনা ঘটে চলেছে বান্ধবগরে। দিন কয়েক আগেই মাত্র ৭২ ঘণ্টায় মৃত্যু হয় ১০টি হাতির।  জানা যায়, গত ২৯ অক্টোবর বান্ধবগড়ে চারটি হাতির মৃত্যুর খবর সামনে আসে প্রাথমিকভাবে। পরবর্তী সময়ে আশেপাশের জঙ্গলে থেকে আরও পাঁচটি হাতিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরও মৃত্যু হয় বলে জানা যায়। ৩১ অক্টোবর আরও একটি হাতির মৃত্যু হয়েছে। একসঙ্গে এতগুলি হাতির মৃত্যু হওয়ায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন মধ্যপ্রদেশের বনমন্ত্রী।

সেই ঘটনার সপ্তাহ পেরতে না পেরতেই আবারও হাতি মৃত্যুর খবর। রবিবার সকালেই তিন মাসের দলছুট একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার হয় বান্ধবনগর থেকে। এই হস্তিশাবকের মৃত্যুর সঙ্গে হাতি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। জানা যায়, শুক্রবারই মুমুর্ষু অবস্থায় ওই হস্তিশাবককে উদ্ধার হয়েছিল বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের পানপাথা বাফার জোন থেকে। মনে করা হচ্ছে, ওই হস্তিশাবক কোনও কারণে দলছুট হয়ে পড়েছিল।

তখন তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাম এলিফ্যান্ট ক্যাম্পে। সেখানে থাকা অবস্থাতেই মৃত্যু হয় রবিবার ওই হস্তিশাবকের। বান্ধবগড় প্রকল্পের উপপরিচালক জানান, তিনদিন আগেই ওই শাবকটি ছিল অচৈতন্য অবস্থায়। তাকে চিকিতসার করানোর জন্য স্থানীয় চিকিতসাকেন্দ্রেও পাঠানো হয়েছিল। তবে শেষ রক্ষা করা সম্ভব হয়না। বন দফতর সূত্রে খবর, ওই হস্তিশাবকের মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।