পাকিস্তানে বালুচিস্তানের কোয়েটা স্টেশনে বিস্ফোরণ, মৃত ২৪
Blast at Quetta station in Karachi, Pakistan, kills 24

Truth Of Bengal: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটায় ভয়াবহ বিস্ফোরণ।বিস্ফোরণে কমপক্ষে ২৪জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আরও ৪০জন জখম হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গেছে, কোয়েটার মূল স্টেশনে আচমকা বিস্ফোরণ হয়। জনাকীর্ণ জায়গায় এই বিস্ফোরণের জেরে ছড়ায় তীব্র আতঙ্ক। ভয়াবহ বিস্ফোরণের জেরে স্টেশনের ছাদ উড়ে যায়। সিসিটিভিতে দেখা গেছে,ছিন্নভিন্ন দেহ পড়ে যায়।
এখনও কোনও সংগঠনই এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটে। বালুচিস্তানের ইন্সপেক্টর জেনারেল মৌজ্জাম শাহ আনসারি জানিয়েছেন, ইনফ্রান্ট্রি স্কুল থেকেই সেনা কর্মীদের নিশানা করা হয়। যে ৪৪জন আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদী সংগঠনের প্রভাব বেড়েছে।
৩মাস আগেও এক সন্ত্রাসবাদী গোষ্ঠী নাশকতা চালায়। সেসময় ৭৩জনের মৃত্যু হয়। বারবার কারা পাকিস্তানকে অস্থির করতে আক্রমণ শানাচ্ছে তা নিয়ে চাপে সেদেশের শেহবাজ শরিফ সরকার। তাই প্রতিবেশী দেশে হিংসা বাড়ায় সেদেশের সবমহলের মধ্যে বাড়তি আতঙ্ক তৈরি হয়েছে।আশা করা হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী মাথা তোলায় আবারও অস্থিরতার চোরাস্রোত বইছে।