রাজ্যের খবর

শুষ্ক আবহাওয়ার মাঝেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, কী জানাল হাওয়া অফিস?

Amidst the dry weather, there is a possibility of rain in one or two places, what did the Meteorological Office say?

Truth Of Bengal: আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শুধু দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া আগামী এক সপ্তাহ। এই মুহূর্তে নতুন কোন পশ্চিমী ঝঞ্ঝার কিছু নেই। তার ফলে আগামী এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া বিভাগের অধিকর্তা সোমনাথ দত্ত।

এর সঙ্গে তিনি জানিয়েছেন, ১৫ নভেম্বর থেকে ২১ শে নভেম্বরের মধ্যে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে 2 ডিগ্রি। পশ্চিমবঙ্গের উপর থেকে একটি অ্যান্টি সাইক্লোনিক রিচ পাস করবে তার ফলেই তাপমাত্রা ২ ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে।

এই সপ্তাহের মধ্যে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এবং আন্দামান সাগরে কাছে একটি লো প্রেসার ফরম হওয়ার সম্ভাবনা রয়েছে ৩০ থেকে ৬০% অনুমানিক। সম্ভাবনা রয়েছে।

Related Articles