রাজ্যের খবর

গর্ভবতী রাস্তার কুকুরকে পেটানোর প্রতিবাদে মারধরের শিকার এক মহিলা

Woman beaten for protesting beating of pregnant street dog

Truth Of Bengal: বনগাঁর সুভাষপল্লি এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এক গর্ভবতী রাস্তার কুকুরকে মারতে বাধা দেওয়ায় লাঠি দিয়ে মারধর করা হল এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। আক্রান্ত মহিলার অভিযোগ, তার দুই প্রতিবেশী সুদীপ্ত ঘোষ ও বিজয় ঘোষ একটি গর্ভবতী কুকুরকে লাঠি দিয়ে আঘাত করছিলেন। তিনি তার প্রতিবাদ করতেই তাঁকে মারধর করা হয়। রাস্তায় ফেলে লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। তিনি আরো বলেন, তাকে হুমকি দেওয়া হয় যেন আর রাস্তায় বের না হন, নাহলে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে।

মহিলা রাতেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নির্যাতিতার দাবি, “আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি এবং সঠিক বিচার চাই. রাস্তার কুকুরটির ওপর যে নির্দয় অত্যাচার করা হয়েছে, তার উপযুক্ত শাস্তি হাওয়া উচিত।” এই ঘটনার জেরে সুভাষপল্লি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

Related Articles