রাজ্যের খবর
খাবার না দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীকে আটকে রেখে বিক্ষোভ
Protests over ICDS worker being detained for allegedly not providing food

Truth of Bengal,জাহেদ মিস্ত্রী,দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের ২৭৫ নম্বর ICDS -এর দুর্গারানী সামন্তকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেছে এলাকার মানুষ। স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ প্রতিদিন নিম্নমানের খাবার দেওয়া এবং মাঝে মাঝে খাবার বন্ধ করে দেওয়ার। গত কয়েকদিন আগে চারদিন খাবার বন্ধ করে দেয়।
খাবারগুলি পরে দেবার কথা বললেও এখনো পর্যন্ত সে খাবার দেয়নি। অন্যদিকে সব সময় শিশু ও মায়েদের প্রতি খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে। তবে স্কুলের শিক্ষিকার জানান, নিম্নমানের খাবার দেওয়ার কথা সম্পন্ন মিথ্যা, যে বাড়িতে রান্না হয় তার বাড়িতে অসৌচ থাকার কারণে যাদের রান্না করা হয়নি একদিন তিনি দিয়েছেন আরো তিন দিন বাকি আছে। বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এলাকার মানুষ।