দেশ

কর্মরত অবস্থায় প্রাণ গেল চার সাফাইকর্মীর

Four cleaners died while working

Truth of bengal: কেরালা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই মহিলা-সহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে শোরানুর রেলওয়ে স্টেশনের কাছে। জানা গিয়েছে, পালাককাদ জেলায় রেলওয়ে স্টেশন থেকে কিছু দূরে শোরানুর ব্রিজের কাছে রেললাইনের ময়লা পরিষ্কার করছিলেন ওই চার স্যানিটেশনকর্মী। এ সময় ট্রেন চলে এলে এ দুর্ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি কেরল থেকে দিল্লিতে যাচ্ছিল। পুলিশের উল্লেখ করে পিটিআই জানিয়েছে, ওই চার কর্মী রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। ট্রেনের ধাক্কায় তাঁরা ট্রাক থেকে ছিটকে পড়েন।

ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে। এখনও একজনের দেহ খুঁজে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দুর্ঘটনার সময় আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দেন। নিহত সবাই তামিলনাড়ুর বাসিন্দা। রেল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সম্ভবত তাঁরা ট্রেন আসার বিষয়টি লক্ষ্য করেননি। এ জন্যই দুর্ঘটনা ঘটেছে। তারপরও প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হবে।

Related Articles