বিহারে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে খুন, দেওয়া হল না তেষ্টার জলটুকুও
In Bihar, a teenager was beaten to death on suspicion of being a thief, and not even given water to drink

Truth of Bengal: বিহারে চোর সন্দেহে ১৬ বছরের এক কিশোরকে নৃশংস ভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো। ওই কিশোর মৃত্যুর কোলে ঢলে পড়লে তেষ্টার জলটুকু পর্যন্ত দেওয়া হয়নি বলেও জানা গেছে। এমনই এক অমানবিক ঘটনার সাক্ষি থাকলো বিহারের ভোজপুর জেলার বড়কাগাঁও গ্রাম। এই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে। আর এক জনের খোঁজে পুলিশ। শুক্রবার ভোর ৩টে নাগাদ মুদির দোকানে এক কিশোরের বিরুদ্ধে চুরির চেষ্টার অভিযোগ উঠেছে।
দোকানের মালিক-সহ আরও চার জনের দাবি, ওই কিশোরকে দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তারপরই ওই কিশোরকে চোর বলে সন্দেহ হলে তারা তাকে রাস্তায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর শুরু করেন। ওই কিশোরকে রাতের অন্ধকারে নিজে চোখে দোকান ভাঙার চেষ্টা করতে দেখেছেন বলে দাবি করেছেন দোকানের মালিক। কিশোরটির চুরির মতলব ছিল বলেও বিস্ফোরক অভিযোগ করেছে দোকানের মালিক।
পাঁচ জন মিলেদাদাকে নির্বিচারে মারধর করছিল বলে পুলিশকে জানিয়েছে মৃতের ভাই। তিনি আরও অভিযোগ করেন, মার খেতে খেতে গলা শুকিয়ে গেলেও এক ফোঁটা জলও পর্যন্ত দেওয়া হয়নি দাদাকে। মৃতের ভাই আরও জানিয়েছে, মার খেতে খেতে কিশোর যখন প্রায় অর্ধমৃত ঠিক সেই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে চোর হিসাবে কিশোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ এসে কিশোরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তমুদির দোকানের মালিক সহ মোট চার জনকে গ্রেফতার করে।