বয়স মাত্র সাড়ে ৩ বছর! বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে ইতিহাস গড়ল কলকাতার অনীশ
Only 3 and a half years old! Aneesh from Kolkata made history as the world's youngest chess player

Truth Of Bengal: মাত্র ৩ বছর ৮ মাস ১৮ বছর বয়সে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিডে) রেটিং পেয়ে বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন অনীশ সরকার। ভারতেরই তেজস তিওয়ারির পূর্বের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করেছে এই ক্ষুদে দাবাড়ু।
গত বছর পুজোর সময়ে মামার দেওয়া উপহার হিসেবে পাওয়া দাবা বোর্ড থেকেই শুরু হয় অনীশের দাবার যাত্রা। বর্তমানে সেন্ট জেমস স্কুলের লোয়ার নার্সারির ছাত্র সে। অনীশ দাবায় তার সাফল্যের জন্য দিনরাত প্রস্তুতি নিচ্ছে। ফিডে তার রেটিং ১৫৫৫, এবং রাজ্যের অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে সে দুই বড় দাবাড়ুকে হারিয়ে চমক সৃষ্টি করেছে।
অনীশের মা জানান, ছোট কিছু দিলেই ও মুখে পুরে ফেলত। দাবার ঘুঁটি গুলো বড় হওয়ায় সেগুলি গিলে ফেলতে পারবেনা ভেবেই ওকে দাবা খেলা শেখানো। ইউটিউব দেখে দাবা খেলা শিখতে শুরু করে অনীশ। পরে দাবায় ওর পারদর্শিতা দেখে ওকে দিব্যেন্দু বড়ুয়ার কাছে দাবা শেখার জন্য ভর্তি করা হয়।
অনীশের কোচ, দিব্যেন্দু বড়ুয়া বলেন, “সে সত্যিই বিস্ময় বালক। প্রথমে তাকে নিতে রাজি ছিলাম না, কিন্তু তার খেলার দক্ষতা দেখে আমি অবাক হয়ে যাই।” তিনি আশা প্রকাশ করেছেন, অনীশের শেখার ইচ্ছা তাকে ভবিষ্যতে আরও সাফল্যের দিকে নিয়ে যাবে।
অনীশের প্রিয় খাবার ফ্রেঞ্চ ফ্রাই। দাবা খেলতে গিয়ে হারলে মটন বিরিয়ানি এবং জিতলে চিকেন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা প্রকাশ করে সে। তার মা বলেন, “এইভাবে আমি বুঝে যাই সে হেরেছে না জিতেছে।”
বর্তমানে অনীশের প্রতিভায় উচ্ছ্বসিত পরিবার এবং কোচরা আশা করছেন, সে আগামীদিনে আরও অনেক নতুন রেকর্ড তৈরি করবে। ৩ বছর ৮ মাস ১৮ দিনে অনীশ সরকার ইতিমধ্যেই তার জন্য নতুন পথ তৈরি করেছে এবং চিকেন বিরিয়ানি খাওয়ার আশায় এগিয়ে চলেছে!