রাজ্যের খবর
বাদুতে কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, মৃত এক
Badu factory fire, two fire engines at the scene

Truth Of Bengal: মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন। মধ্যমগ্রামের বাদুতে তৈলজাত পদার্থের কারখানায় আগুন। আহতদের বারাসাত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আগুনে ঝলসে যান বেশ কয়েকজন শ্রমিক। আহতদের মধ্যে তিন চারজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।
এই দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুরুতে দমকলের ২টি ইঞ্জিন এলেও তারপর আগুন সামলাতে না পেরে ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন আসে। অগ্নিদগ্ধ হয়েছেন বেশ কিছু মানুষ। গোটা এলাকা এক রাশ কাল ধোঁয়ায় ঢেকে গিয়েছে।