রাজ্যের খবর
বাইপাসে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
A car parked on the bypass was engulfed in flames, two fire engines at the scene

Truth Of Bengal: রবিবার বারুইপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ভয়াবহ আগুন। এদিন ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনা নজরে আসতেই দমকলে খবর দেয় স্থানীয় মানুষ।
এরপর দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রনে আনে দমকল। আগুন নিভে যাওয়ার পর শুরু হয় গাড়ির মালিকের খোঁজ। আগুন লাগার আসল কারণ কী টা এখনও অস্পষ্ট, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোন যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু তাও প্রশ্ন উঠছে।