দেশশিক্ষা

প্রকাশিত পরীক্ষার সময়সূচি, ১ জানুয়ারি থেকে শুরু সিবিএসই বোর্ডের প্র্যাকটিক্যাল

Published exam schedule, CBSE Board Practical starting from 1st January

Truth Of Bengal: বৃহস্পতিবার প্রকাশ হল ২০২৫-সালে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSI)  দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি। ১ জানুয়ারি দিয়ে প্র্যাকটিক্যাল শুরু হবে বলে জানা গিয়েছে। আর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে লিখিত পরীক্ষা। পরিক্ষার সূচি জানতে হলে cbse.gov.in ক্লিক করুন।

ইতিমধ্যে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছে নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। এই আবহেই এদিন সেন্ট্রাল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হল ২০২৫-এর পরীক্ষার সময়সূচি। এখনও বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ প্রকাশ হয়নি, তবে তা শীঘ্রই করা হবে বলে আশা করা যাচ্ছে। CBSI বোর্ডের ওয়েবসাইটে সমস্ত তথ্য সময় মত দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। একটি নোটিসের মাধ্যমে জানানো হয়েছে, অনেক সময় দেখা গিয়েছে এখাধিক স্কুল প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট বা অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর আপলোড করতে গিয়ে নানানটা ভুল করে বসে। সে কারণে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এর সঙ্গে সমস্ত পরীক্ষা যাতে সহজ ও সঠিকভাবে হয়ে যায় তার জন্য বোর্ডের তরফ থেকে স্কুলগুলোকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

এমনকি ওই ওয়েবসাইটে প্রত্যেক পরীক্ষার্থীজন্য বিষয় কোড, বিষয়ের নাম, প্র্যাকটিক্যাল, লিখিত, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ পরীক্ষার নম্বর সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। প্রতিটি বিষয়ের জন্য সর্বোচ্চ ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে জানানো হয়েছে, একজন পড়ুয়া ৭৫ শতাংশ উপস্থিতি থাকলে তবেই পরীক্ষায় বসার অনুমতি পাওয়া যাবে