রাজ্যের খবর

দাপট দেখাবে ঘূর্ণিঝড় দানা,বুধবার থেকে বাড়বে ঝড়

Cyclone Dana will show strength, the storm will increase from Wednesday

Truth of Bengal: পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার জেরে বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরও দক্ষিণ ২৪পরগনায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৬০থেকে ৭০কিমি বেগে। কলকাতায় ঘন্টায় ৪০থেকে ৫০কিমি বেগে বইতে পারে ঝড়। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। এর জেরে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার যা ছিল অতি গভীর নিম্নচাপ, বুধবার সকালে,তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়।পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ সৃষ্ট হয়। সেই ঘূর্ণিড়ের  দাপট ক্রমশ বাড়বে। যার প্রভাবে  কলকাতায় বইতে পারে ৪০থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে,কলকাতার মতোই বৃষ্টি হতে পারে, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামেও। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের মতোই ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতেও।

দানার প্রভাবেবৃহস্পতিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতি বাড়তে পারে।সেই ঝড়ের গতি ১২০ কিলোমিটার হতে পারে।

প্রতি ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপ, সুন্দরবন এলাকায় বৃহস্পতিবার রাত থেকে ঝড়ের গতি হতে পারে ৮০-৯০ কিলোমিটার। এ ছাড়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় শুক্রবার পর্যন্ত ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং হলদিয়া বন্দরেও। দুর্যোগের কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, সমুদ্রে আরও কিছুটা এগিয়েছে ‘দানা’। পশ্চিমবঙ্গের জন্য একই রকম সতর্কতা আছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উপকূল অবস্থিত জেলাগুলিতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ পূর্ব মেদিনীপুর জেলাতে সর্বোচ্চ দেখা যাবে। ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে।

পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান এই জেলাগুলিতেও দমকা হাওয়া দেখার সম্ভাবনা রয়েছে। ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোতে ৬০ একটা ৭০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর দিঘা এবং সমুদ্র লাগুয়া জায়গা গুলিতে জলোচ্ছ্বাস দেখতে পাওয়া যাবে,এক থেকে দুই মিটার।

Related Articles