রাজ্যের খবর

সাত সকালে হাওড়ার রেশন গোডাউনে ইডির হানা

ED raid on ration godown in Howrah at seven in the morning

Truth Of Bengal : রেশন দুর্নীতি কাণ্ডে বুধবার সকাল থেকেই পাঁচলার বিকি হাকোলা রুইদাস পাড়ার একটি রেশন সামগ্রীর গোডাউনে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জোওয়ানদের সঙ্গে নিয়ে হাওড়ার পাঁচলার বিকি হাঁকোলা ওই রেশন সামগ্রীর গোডাউনে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

দীর্ঘক্ষণ হয়ে গেলেও এখনো চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তল্লাশি। গোডাউনের বাইরে ঘিরে রেখেছে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জোওয়ান। ঘটনার খবর পেয়ে এলাকায় ভিড় জমিয়েছে এলাকার উৎসুক জনতা। সূত্রের খবর পাঁচলার এই লোকনাথ সাহার রেশন গোডাউন থেকেই রেশন সামগ্রী সরবরাহ করা হতো পাঁচলার বিভিন্ন রেশন সামগ্রী। এদিকে স্থানীয়দের অভিযোগ গত কয়েক বছরে আগের থেকে অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে এই গোডাউন ও তাঁর মালিক।

Related Articles