রাজ্যের খবর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, মোকাবিলায় তৈরি দক্ষিণ পূর্ব রেল

Cyclone 'Dana' is approaching, South Eastern Railway is ready to deal with it

Truth Of Bengal : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি রেল। ৪২টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল। ২৩-২৪ অক্টোবর বাতিল ৪২ টি ট্রেন। ৩ দিনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা ট্রেনগুলি হল হাওড়া-পুরী সহ উড়িষ্যাগামী, হাওড়া ছাড়াও শালিমার, সাঁতরাগাছি থেকে সমস্ত ট্রেন বাতিল। এছাড়াও উড়িষ্যা থেকে যাতায়াতকারী দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর প্রশাসন। বাংলা ও ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল। দুর্যোগের প্রভাব দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়ায়। দুই রাজ্যের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলেই খবর। আরও ঘনীভূত হয়ে সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপটি।

Related Articles