খেলা

এমবাপে-ভিনির গোলে বার্সাকে ছুঁল রিয়াল

Mbappe-Vini scored Real to beat Barca

Truth Of Bengal : লা লিগায় কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল রিয়াল।

শনিবার রাতে সেল্টার মাঠে শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে ছিল রিয়াল। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিলেন আনচেলত্তির শিষ্যরা। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল সেল্টা। কিন্তু সহজ সুযোগে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। তবে সেল্টা ব্যর্থ হলেও ২০ মিনিটে এগিয়ে যায় রিয়াল। এদুয়ার্দো কামাভিঙ্গার কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে লক্ষ্যভেদ করেন এমবাপে। প্রথমার্ধে পিছিয়ে থেকে শেষ করলেও বিরতির সমতায় ফেরে সেল্টা ভিগো।  ৫১ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করেন উইলিয়ট সুইডবার্গ। তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। মাঠে নামার তিন মিনিটের মধ্যে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লুকা মডরিচ। ৬৬ মিনিটে তাঁর দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান ভিনিসিয়াস। তবে গোলের জন্য শেষদিকে মরিয়া হয়ে ওঠে সেল্টা, সুযোগও পেয়েছিল, কিন্তু সফল হতে পারেনি দলটি। শেষমেশ পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠতে পারে রিয়াল।

আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। পরের শনিবার লা লিগায় এল ক্লাসিকো খেলবে দলটি।

Related Articles