অগ্নিগর্ভ লেবাননে ভারতীয় জওয়ানদের নিয়ে বাড়ছে উদ্বেগ
Concerns are growing about Indian soldiers in Lebanon under fire

Truth Of Bengal : এবার ইজরায়েলের নিশানায় লেবানন। দক্ষিণ লেবাননেইজরায়েলি ফৌজ যেভাবে বারবার হামলাচালিয়ে যাচ্ছে তাতে ঝাঁজ আরও বাড়ছে। দক্ষিণ লেবাননে মোতায়েন রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী তথা ইউনিফিল। যার মধ্যে অন্তত পক্ষে ৯০০ ভারতীয় জওয়ান রয়েছে। ইজরায়েলি ফৌজ তাঁদের ওপর যেভাবে শক্তি বাড়াচ্ছে তাতেও দমতে নারাজ রাষ্ট্রসংঘ।
এত আঘাত আসার পরেও ভারতীয় জওয়ান সরাতে রাজি নয় রাষ্ট্রসংঘ। আর তাতেই উদ্বেগ প্রবল হচ্ছে। লেবানন-ইজরায়েল সীমান্তে ১২০ কিমি এলাকায় থাকা রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে। এরপরই ভারতীয় জওয়ানদের নিয়েনয়াদিল্লির চিন্তা আরও বাড়াচ্ছে। অবিলম্বে তাঁদের উদ্ধার করতে তৎপর কেন্দ্র।প্রসঙ্গত, ইরান মদতপুষ্ট হেজবোল্লাকে নিকেশ করতে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পরহেজবোল্লার ঘাঁটি হিসেবে পরিচিত লেবাননের রাজধানী বেইরুট, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলগুলিতে ক্রমাগত হামলা চালিয়েছে ইজরায়েল।
গাজায় চালানো হামলার ধাঁচেই একের পর হামলা চালাচ্ছে ইজরায়েল। হাজার হাজার জঙ্গি নিকেশ করেও ক্ষান্ত হয়নি ইজরায়েল। হেজবোল্লা প্রধান নাসরাল্লা, তার উত্তরসূরি এবং উত্তরসূরির বিকল্পকেও খতমকরতে পিছপা হয়নি ইজরায়েল। ইজরায়েলের হামলায় যে ভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে লেবাননে থাকা ভারতীয় জওয়ানদের নিয়ে উদ্বেগ আরও বাড়াচ্ছে।