Truth Of Bengal: ৬ মাস অতিক্রান্ত, দেশছাড়া শেখ হাসিনা। রয়েছেন দিল্লিতে। হাসিনার দেশত্যাগের পরেও উত্তেজনা কমেনি বাংলাদেশে। এমনকি আওয়ামী লীগের ইস্তেহার বিলি করলে গ্রেফতারির নির্দেশ দিয়েছে ইউনুস সরকার। কার্যত এবার আওয়ামী লীগের নেতা কর্মীদের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা শুনবেন হাসিনা।
বৃহস্পতিবার রাত ৯ টায় লাইভে আসবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। যা সম্প্রচার করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। মঙ্গলবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ সমাজমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। বেশ কয়েক দিন ধরেই ‘দায়মুক্তি’ শিরোনামে সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করছে আওয়ামী লীগ।
চলতি বছরেই জাতীয় নির্বাচন হওয়ার সমভবনা রয়েছে বাংলাদেশে। তার আগে ঘুরে দাঁড়াতে চাইছে আওয়ামী লীগ। শুরু হয়েছে ইস্তেহার বিলি। দেওয়ালে পোস্টারও সাঁটানো হচ্ছে। ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি সফল করার জন্য মাঠে নেমেছে আওয়ামী লীগের সদস্যরা।
উল্লেখ্য, সোমবার ইউনুস সরকারের তরফে বলা হয়, ”নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদরদপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না।”