ওপার বাংলা

ঢাকায় আঞ্চলিক সরকার গঠন করার দাবি, সুপারিশ জমা কমিশনের

Commission submits recommendations, demands formation of regional government in Dhaka

Truth Of Bengal: বাংলাদেশে রাজধানী অঞ্চলে আঞ্চলিক সরকার গঠন করার দাবি উঠল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব জানান, নয়াদিল্লির মতো ঢাকাতেও একটি ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে সরকারের কাছে। যেখানে ঢাকার জনসংখ্যা এবং পরিষেবার কথা বিবেচনা করে সরকার নিয়ন্ত্রিত একটি ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ, রাজধানী ঢাকা এবং সংলগ্ন এলাকা টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার এবং নারায়ণগঞ্জ নিয়ে এই ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের কথা বিবেচনা করা যেতে পারে। একটি নির্বাচিত আইনসভা এবং স্থানীয় সরকার রাখা সহ মোট ১৫ দফা সংস্কারের দাবি জানান হয়েছে। বুধবারই অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

জনপ্রশাসন সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদন অনুসারে, কমিশন মন্ত্রণালয়ের সংখ্যা যৌক্তিকভাবে হ্রাস করার সুপারিশ করেছে, যাতে তাদের মোট ২৫টি মন্ত্রণালয় এবং ৪০টি বিভাগে পুনর্গঠন করা যায়। কমিশন সমস্ত মন্ত্রণালয়কে পাঁচটি ক্লাস্টারে শ্রেণীবদ্ধ করার সুপারিশ করেছে: সংবিধিবদ্ধ প্রশাসন, অর্থ, শিল্প ও বাণিজ্য, ভৌত অবকাঠামো ও যোগাযোগ, কৃষি ও পরিবেশ, এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন।

Related Articles