Truth Of Bengal: ভারতের মৌসম ভবনের অনুষ্ঠানে থাকছে না বাংলাদেশ। কোনো প্রতিনিধি আমন্ত্রণ রক্ষা করতে পারছেন না। এমনকি এই ভ্রমণকে ‘অনাবশ্যক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আবহাওয়া দফতরের কর্তা। তবে কি বর্তমানে ভারত-বাংলাদেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিই এর জন্য দায়ী? জল্পনা তুঙ্গে।
তবে, বাংলাদেশ আবহাওয়া দফতরের (বিএমডি) কার্যনির্বাহী ডিরেক্টর মোমিনুল ইসলাম ভারতের আমন্ত্রণে সাড়া না-দেওয়ার সঙ্গে দুই দেশের পারস্পরিকর সম্পর্কের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ”ভারতের মৌসম ভবন ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা দিল্লির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি। কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না। কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে।”
প্রসঙ্গত, ভারতীয় আবহাওয়া দফতর মৌসম ভবনের (আইএমডি)-এর ১৫০ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মলদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায়। পাশাপাশি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকেও।
ভারতের মৌসম ভবন ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভার নাম দেওয়া হয়েছে ‘অবিভক্ত ভারত’। অন্যান্য দেশের পাশাপাশি পাকিস্তান ইতিমধ্যে ভারতের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু, বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছে না এই অনুষ্ঠানে।