Truth Of Bengal: বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর পার্শ্ব বৈঠক সম্পন্ন হওয়ার আশা রাখছেন বলে জানিয়ে দিলেন বাংলাদেশের বিদেশ সচিব মনহম্মদ জসীম উদ্দিন। জানা যাচ্ছে, বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদানের কথা রয়েছে মহম্মদ ইউনুসের।
জানা যায়, সেখানেই রয়েছেন জসীম উদ্দিন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, নরেন্দ্র মোদি ও মহম্মদ ইউনুসের বৈঠকের বিষয় নিয়ে আশাবাদী তাঁরা। তবে এই বিষয় সম্পর্কিত কোনও ইতিবাচক বার্তাই আসেনি নয়া দিল্লির তরফ থেকে। জসীম উদ্দীনের কথায়, নরেন্দ্র মোদি ও ইউনুসের বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে, বুধবার থেকে শুরু হচ্ছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগদান করবেন মহম্মদ ইউনুস। সেই সম্মেলনেই আবার থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তখনই আলাদাভাবে মোদির সঙ্গে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ইউনুস।
জানা যায়, দিন কয়েক আগেই এই সংক্রান্ত অনুরোধ ঢাকা থেকে সাউথ ব্লকে পৌঁছেছিল। তবে সূত্র মারফৎ জানা যায়, সেইসময় বৈঠকে আগ্রহ প্রকাশ করেননি ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করে শুক্রবার বাংলাদেশের নাম না করে জানানো হয়েছিল যে, বিমস্টেক শীর্ষ সম্মেলনকালে কোনও দ্বিপাক্ষিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোদ দেওয়ার পরিকল্পনা নেই।